শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত বছরও কোম্পানিটি ২৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
রবিবার সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।
২০১৯-২০২০ অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৬৪ পয়সা।গত বছর অর্থাৎ ২০১৮-১৯ অর্থবছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিলো ৮ টাকা ৪৮ পয়সা।
বর্তমানে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পওদর মূল্য (এনএভিপিএস) ৭১ টাকা ৩৯ পয়সা।
শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) নির্ধারণ করা হয়েছে।
আনন্দবাজার/এফআইবি