ঢাকা | রবিবার
৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্প করোনার কাছে আত্মসমর্পণ করেছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোভিড-১৯ এর কাছে আত্মসমপর্ন করেছেন বলে মন্তব্য করেছেন জো বাইডেন।

অপরদিকে রবিবার হোয়াইট হাইজের চিফ অব স্টাফ এক সাক্ষাৎকারে সিএনএনকে জানান, ট্রাম্প প্রশাসন কোভিড-১৯ নিয়ন্ত্রণ করছে না, তারা শুধু ভ্যাকসিন আর চিকিৎসার ব্যাপারেই মনোযোগ দিচ্ছেন।

তারপরই বাইডেন বলেন, ট্রাম্প প্রশাসন স্বীকার করেছে তারা করোনা নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। আমেরিকানদের রক্ষার প্রাথমিক দায়িত্ব থেকে সরে এসেছে তারা।

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি প্রবণতার মধ্যে দিয়েই রবিবার নিউ হ্যাম্পশায়ারে সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, অন্য সব দেশ থেকে আমেরকিায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে।

তিনি জানান, নিজের চিফ অব স্টাফসহ বেশ কয়েক সহযোগীর কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পরও নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে এখন পর্যন্ত আগাম ভোট পড়েছে প্রায় ছয় কোটি।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন