ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সৃজিত-মিথিলার বিরুদ্ধে আইনি নোটিশ

চলছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরইমধ্যে আদালতের দেয়া নির্দেশ অমান্য করে পূজার প্যান্ডেলে ঢোকার অভিযোগে এবার আইনি বেড়াজালে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, সৃজিতের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। একইসাথে আইনি নোটিশ পাঠানো হচ্ছে অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান ও তার স্বামী নিখিল জৈনকে।

তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, অষ্টমীতে তারা যান সুরুচি সংঘের মন্ডপে। সেখানে তারা একেবারে প্রতিমার সামনে চলে যান। অঞ্জলিও দেন। নুসরাত ও তার স্বামী নিখিল প্রতিমার সামনে দাঁড়িয়ে আবার ছবিও তোলেন।

এনিয়ে এক আইনজীবী জানান, আদালতের নির্দেশ থাকার পরও সৃজিত, মিথিলা, নুসরাত, নিখিল পূজার প্যান্ডেলে ঢুকেছিলেন। তার মধ্যে নুসরাত নিজে একজন সাংসদ, অন্যান্যরা বিশিষ্ট ব্যক্তিত্ব। তারা যা করেছেন তা আদালত অবমাননা। তাই এদের চার জনের বিরুদ্ধেই আদালত অবমানার নোটিস পাঠানো হচ্ছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন