সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রবিবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট ২১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিগুলোর মোট লেনদেন হয়েছে ১ কোটি ৮ লাখ ২৪ হাজার ৯৯১টি শেয়ার। যার আর্থিক মূল্য ৩০ কোটি ৯১ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়, রবিবার শেয়ার বাজারে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বারাকা পাওয়ার লিমিটেডের শেয়ার। প্রথম কার্যদিবসে কোম্পানিটি লেনদেন করেছে ১১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার।
তালিকার দ্বিতীয় স্থান থাকা শাহজালাল ইসলামী ব্যাংকের লেনদেন করেছে ১০ কোটি ২ লাখ টাকার শেয়ার। তালিকার তৃতীয় স্থানে রয়েছে এসকে ট্রিমস। এদিন কোম্পানিটির লেনদেন করেছে ৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার।
শেয়ার বাজারে লেনদেন করা অন্য কোম্পানিগুলো: একমি ল্যাবরেটরিজ, আনোয়ার গ্যালভানাইজিং, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ডিবিএইচ, ফারইস্ট নিটিং, জেনেক্স ইনফোসিস, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইনটেক, কোহিনুর কেমিক্যাল, মালেক স্পিনিং, মুন্নু সরমিক, নর্দার্ণ ইন্স্যুরেন্স, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, সন্ধানী ইন্স্যুরেন্স ও এসএস স্টিল লিমিটেড।
আনন্দবাজার/এম.কে