ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সুদান রাজি হওয়ার পর দেশটির ক্ষুব্ধ জনগণ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই খবর সামনে আসার পর ব্যাপক বিক্ষোভ করছে দেশটির সাধারণ জনগণ।
বিক্ষোভকারীরা রাজধানী খার্তুমে সমাবেশ করেন এবং সুদানের সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি প্রত্যাখ্যানের আহবান জানান।
ইসরায়েলের সঙ্গে যেকোনো রকমের আলোচনা, শান্তি ও সম্পর্ক প্রতিষ্ঠার বিরোধিতা করে নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা।
তারা বলেন, আমরা আত্মসমর্পণ করব না এবং ফিলিস্তিনিদের ছেড়ে যাব না। আমরা তাদের পাশেই আছি।
এছাড়া সমাবেশে বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকায় আগুন দেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে প্রত্যাখ্যান করেছে সুদানের কয়েকটি রাজনৈতিক দলও। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিরুদ্ধে তারা একটি জোট গঠন করবে বলে জোর দিয়ে বলছে তারা।
এ ব্যাপারে সুদানি বাথ পার্টির মুখপাত্র মুহাম্মাদ ওয়াদা সাঈদ জানান, জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং তারা কঠোরভাবে ইসরায়েলের সঙ্গে সুদানের সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি প্রত্যাখ্যান করছেন।
আনন্দবাজার/টি এস পি