সম্প্রতি ইসলাম ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য এবং হযরত মুহাম্মদের (সা:) বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জবাব হিসেবে মধ্যপ্রাচ্য জুড়ে বেশ কয়েকটি আরব ব্যবসায়ী গ্রুপ ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে।
ইতোমধ্যেই আরব এক্টিভিস্টরা ফরাসি পণ্য বর্জনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছে। তারা বেশ কয়েকটি হ্যাশট্যাগও (#boycottfrance #boycott_French_products #ProphetMuhammad) ব্যবহার করছে।
কুয়েতের বিখ্যাত সুপারমার্কেট আলনায়েম কোঅপারেটিভ সোসাইটি জানায়, ইসলাম ধর্ম ও মুহাম্মদকে (সা:) নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে সব ধরণের ফরাসি পণ্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে কাতারের আল ওয়াজাবা ডেইরি কোম্পানী ও আলমিরা কনজুমার গুডস কোম্পানী জানায়, ফরাসি পণ্য বয়কট করে বিকল্প পণ্য নিয়ে আসছি।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রকাশ্যে ইসলাম ধর্ম ও মুসলিম সম্প্রদায়কে সরাসরি আক্রমণ করেন। এসময় তিনি মুসলিমদের “বিচ্ছিনতাবাদী” বলে আখ্যায়িত করেন।
আনন্দবাজার/এম.কে