ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

খালি পেটে ‌ঘি খাওয়ার উপকার

ঘিয়ের গুনাগুণের শেষ নেই। সকাল বেলা উঠে খালি পেটে গরম পানির সঙ্গে মিশিয়ে ঘি খেলে নানান উপকার পাওয়া যায়। আয়ুর্বেদ চিকিৎসকদের মতে, খালি পেটে  ঘি এবং গরম পানি একসঙ্গে খাওয়ার অভ্যাস করলে শরীরের বিভিন্ন রোগ দূর হয়।

কারণ ঘিয়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের নানান রকম রোগের প্রকোপ থেকে রক্ষা করে। তবে সকালে উঠে ঘি খাওয়ার পর ৩০ মিনিট কিছু খাওয়া যাবে না।

খালি পেটে ‌ঘি খাওয়ার উপকার :

  • ঘি এর মধ্যে স্বাভাবিক অ্যামাইনো এসিড আছে। যা অস্বাভাবিক পেটের চর্বি কমাতে সাহায্য করে থাকে। ওমেগা থ্রি, ওমেগা ফ্যাটি এসিড থাকার কারণে অপ্রয়োজনীয় বডি ফ্যাট এর সাহায্যে কমে। তাই খালি পেটে ঘি খেলে যারা ওজন কমাতে চান তাদের অনেক উপকার হতে পারে।
  • খালি পেটে ঘি খেলে মস্তিষ্কের ক্ষমতা অনেক বাড়ে এবং ফ্যাট মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ সঠিক ভাবে করতে সাহায্য করে।
    শরীরে রক্ত সঞ্চালনে বিশেষ সাহায্য করে ঘি।
  • শরীরে অস্টিওপোরোসিসের মতন রোগ কমাতেও সাহায্য করে ঘি। খালি পেটে ঘি খেলে এই লুব্রিকেন্ট তৈরি হয় এবং যার ফলে জ‌য়েন্টের নানারকম সমস্যা দূর হয়।
  • এছাড়াও অত্যধিক পরিমাণ বাড়তে থাকা ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করতেও ঘি সাহায্য করে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন