বেশ কয়েকবার বিয়ের গুঞ্জন উঠেছিল বলিউডের তারকা কণ্ঠশিল্পী নেহা কক্কর। অবশেষ ওই সব গুজব অবসান ঘটিয়ে আজ শনিবার (২৪ অক্টোবর) দিল্লির গুরুদুয়ারায় বিয়ের পিঁড়িতে বসেছেন নেহা।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য নিশ্চিত করেছে। গণমাধ্যমটি জানায়, ২৪ অক্টোবর দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীত সিংয়ের সঙ্গে দিল্লিতে বিয়ের পিঁড়িতে বসেছেন এই গায়িকা।
এরই মধ্যে নিজের বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন নেহা। এছাড়াও গতকাল শেয়ার করেছেন তার গায়েহলুদের বেশ কিছু ছবি।
আজ বিয়ে হলেও আগামী ২৬ অক্টোবর পাঞ্জাবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলেও জানা যায়। তবে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তাব্য করেন নি নেহা।
আনন্দবাজার/এম.কে