আরব বিশ্বের কমপক্ষে আরও পাঁচটি দেশ ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুদান ইহুদি এ রাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হওয়ার পর এ কথা বলেন তিনি।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আরব বিশ্বের কমপক্ষে পাঁচটি দেশ ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়তে চায় আমাদের কাছে এমন তথ্য রয়েছে।
গতকাল শুক্রবার পঞ্চম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয় সুদান। ইসরায়েল ও সুদান চুক্তিতে রাজি হওয়ার পর ট্রাম্প বলেন, ইসরায়েল এবং সুদান শান্তি স্থাপন করতে রাজি হয়েছে। দুই দেশের জন্য এ এক অভাবনীয় চুক্তি। একে মধ্যপ্রাচ্যে কোনো রক্তক্ষয় ছাড়াই শান্তির চুক্তি বলে বর্ণনা করেছেন তিনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকা থেকে সুদানের নাম বাদ দেয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর মাধ্যমে সুদানে অর্থনৈতিক সাহায্য ও বিনিয়োগের দ্বার উন্মোচন করেছেন তিনি।
আনন্দবাজার/টি এস পি