ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আরও ৭৬ মিলিয়ন ডোজ করোনা ভ্যাকসিন কিনছে ট্রুডো

কানাডার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন কেনার জন্য আরও একটি চুক্তি স্বাক্ষর করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এটি করোনাভাইরাস থেকে কানাডিয়ানদের সুরক্ষার পরিকল্পনার অংশ।

কানাডার স্থানীয় গণমাধ্যম সিবিসি নিউজ জানিয়েছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, সরকার কুইবেক সিটি-বায়োটেক সংস্থা মেডিকাগো থেকে ৭৬ মিলিয়ন ডোজ সংগ্রহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

জানা গেছে, মেডিকাগো ব্রিটিশ ওষুধ সংস্থা গ্ল্যাক্সো স্মিথক্লাইন অংশীদার হয়ে এই ভ্যাকসিনটি তৈরি করছে। সংস্থা দু’টি জানায়, এর প্রাক-ক্লিনিক্যাল ফলাফলগুলিতে দেখা গেছে যে ভ্যাকসিনটি একটি মাত্রার পরে অ্যান্টিবডিগুলিকে নিরপেক্ষ করার ক্ষেত্রে বেশ কার্যকর।

জাস্টিন ট্রুডো জানান, আমরা প্রতিটি প্রান্ত থেকে ভ্যাকসিন নিয়ে আসছি। আমি আশাবাদী ২০২১ সালের প্রথম দিকে ভ্যাকসিনগুলো পাওয়া যেতে পারে। দীর্ঘমেয়াদী কেয়ার হোমে বসবাসকারী সিনিয়রদের মতো ফ্রন্ট লাইনের স্বাস্থ্যসেবা কর্মী এবং দুর্বল জনগোষ্ঠীরা অগ্রাধিকার পাবে।

কানাডায় কবে ভ্যাকসিনগুলো পাওয়া যাবে সে সম্পর্কে গণমাধ্যমকে ট্রুডো বলেন, ভ্যাকসিন ব্যবহারের জন্য নিরাপদ তা নিশ্চিত করতে আরও অনেক কাজ করার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, কানাডিয়ানদের স্বাস্থ্য সুরক্ষার যথাযথভাবে যত্ন নিশ্চিত না হওয়া পর্যন্ত কানাডায় কোনো কিছুর বিতরণ করা হবে না।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন