ঢাকা | রবিবার
৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে সরবরাহ কমায় বৃদ্ধি পেয়েছে মাছের দাম

রাজশাহীর হাটবাজারগুলোতে কমেছে মাছের সরবরাহ। কিন্তু সরবরাহ কমাতে বৃদ্ধি পেয়েছে মাছের দাম। এতে বাজারে পুকুর ও নদীর মাছের মূল্য কেজিপ্রতি ২০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে।

জানা গেছে, কয়েক দিনের বৈরি আবহাওয়ার কারণে নদীতে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। সামান্য যা মাছ ধরতে পারছেন তাই নিয়ে গোদাগাড়ির মহিষালবাড়িতে ভিড় করছেন জেলেরা। ফলে সরবরাহ কম থাকায় মাছের মূল্যও অনেক বেশি।

রুই ও মৃগেল ১৫০ টাকা, কাতল ১৮০ টাকা, প্রতি কেজি তেলাপিয়া ১২০ টাকা, পাঙাশ ৯০ থেকে ৯৫ টাকা, নদীর বাঘাইর ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। এতে দূরদূরান্ত থেকে মাছ কিনতে এসে বিপাকে পড়ছেন পাইকার ও ক্রেতারা।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন