ঢাকা | সোমবার
৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল ফ্লোরিডায় ভোট দিবেন ট্রাম্প

আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় নিজের ভোট প্রদান করবেন। বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে এ  তথ্য নিশ্চিত করা হয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডিয়ার জানিয়েছেন, শনিবার ভোরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অুনষ্ঠিত হবে। তবে এ বছর অভূতপূর্বভাবে সরাসরি অথবা ই-মেলের মাধ্যমে আগাম ভোট দিচ্ছেন আমেরিকানরা। করোনাভাইরাস সংক্রমণের কারণে নির্বাচনের দিন যাতে ভোটের জন্য লাইনে না দাঁড়াতে হয়, সে জন্য বেশির ভাগই আগাম ভোট দিচ্ছেন।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন