ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের শেল অয়েল উত্তোলনে ধস দেখছে আইইএ

জ্বালানি তেলের বাজারে যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের অন্যতম হাতিয়ার হলো শেল অয়েল। কয়েক বছর ধরে দেশটিতে শেল অয়েল উত্তোলনে প্রবৃদ্ধির ধারা বজায় রয়েছে। কিন্তু আগামী মাসেই দেশটির উত্তোলনে বড় ধস দেখছে এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)। সূত্র: বণিক বার্তা

মার্কিন প্রতিষ্ঠানটি তাদের এক প্রতিবেদনে বলছে, আগামী মাসে দেশটির শেল অয়েলের দৈনিক উত্তোলন ১ লাখ ২১ হাজার ব্যারেল কমতে পারে।

গত সপ্তাহে প্রকাশিত ইআইএর ‘ড্রিলিং প্রডাক্টিভিটি রিপোর্ট’-এ বলা হয়েছে, আগামী মাসে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সাতটি শেল অয়েলক্ষেত্র থেকে উত্তোলন উল্লেখযোগ্য পরিমাণে কমে আসবে।

এর মধ্যে সবচেয়ে কম উত্তোলন হতে পারে ইগল ফোর্ডক্ষেত্র থেকে। এটি থেকে এ মাসে দৈনিক উত্তোলন ১০ লাখ ৪৮ হাজার থেকে কমে ১০ লাখ ১৪ হাজার ব্যারেলে নেমে আসার আশঙ্কা করা হচ্ছে। আর উত্তোলন কমে আসার দিক থেকে দ্বিতীয় শীর্ষ অবস্থানে থাকতে পারে নিয়বরারা শেল অয়েলক্ষেত্রটি।

এদিকে ইআইএর প্রাক্কলন তথ্যে কেবল আগামী মাসেই নয়, বরং পরের মাস, এমনকি আগামী বছরও যুক্তরাষ্ট্রের শেল অয়েল উত্তোলন ধারাবাহিকভাবে কমে আসার আশঙ্কার কথা জানানো হয়েছে। শেল অয়েল উত্তোলন কমে আসায় দেশটির জ্বালানি তেল উত্তোলনেও উল্লেখযোগ্য পরিমাণে কমে আসার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটির।

এজন্য আগামী নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের দৈনিক উত্তোলন ৭৮ লাখ ১৩ হাজার থেকে কমে ৭৬ লাখ ৯২ হাজার ব্যারেলে এসে নামতে পারে বলে মনে করছে সংস্থাটি।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন