ঢাকা | সোমবার
১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রেমডেসিভিরকে পূর্ণ অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

হাসপাতালে থাকা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রথম ওষুধ হিসেবে রেমডেসিভিরকে পূর্ণ অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ)।

এফডিএর পক্ষ থেকে বলা হয়েছে, ভেকলুরি রেমডেসিভির প্রথম ওষুধ, যেটিকে করোনার চিকিৎসার জন্য অনুমোদন দেওয়া হলো।

এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্রে করোনা চিকিৎসার জরুরি প্রয়োজনে রেমডেসিভির ওষুধ ব্যবহারের অনুমোদন দেয়।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে বলা হয়েছে, করোনার রোগীদের ওপর রেমডেসিভির তেমন কোনো প্রভাব ফেলতে পারে না।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ার পর তার চিকিৎসায়ও এই অ্যান্টিভাইরাস ওষুধটি ব্যবহার করা হয়েছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন