ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এবার সুদানের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা ইসরায়েলের

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার পর এবার সুদানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে ইসরায়েল। ইতোমধ্যে ইসরায়েলের প্রতিনিধিদল সুদানে পৌঁছেছে বলে জানিয়েছে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
বিশেষজ্ঞদের মতে, খুব শিগগিরই আরব নিয়ন্ত্রিত আফ্রিকার এই দেশটির সঙ্গে ইসরায়েল চুক্তি করতে পারে। বিশেষ করে ইসরায়েলি প্রতিনিধিদলের এই সফরে সেই সম্ভাবনা আরপ বেড়েছে।

এর আগে গত বুধবার তেলআবিব থেকে একটি বিমান সুদানে যায়। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি এবং আল-জাজিরা।
সুদান সরকারের একটি সূত্র জানায়, সুদানের রাজধানী খারতুমে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল সফর করেছে। সুদানের ট্রানজিশনাল মিলিটারি কাউন্সিলের চেয়ারম্যান আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে তারা কথা বলেছে।

সুদান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন