ঢাকা | সোমবার
১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জেনে নিন টুথপেস্টের যত উপকারিতা

দাঁত পরিষ্কার করার জন্য আমরা টুথপেস্ট ব্যবহার করে থাকি। তবে দাঁত পরিষ্কার করা ছাড়াও ঘরের একাধিক কাজে ব্যবহার হতে পারে টুথপেস্ট, এটা আমরা অনেকেই জানিনা।

আসুন জেনে নেই টুথপেস্টের ঘরোয়া কাজগুলো সম্পর্কে-

# প্রতিদিন ব্যবহারের ফলে চামড়ার জুতোয় দাগ পড়ে। অনেকসময় অনেক চেষ্টাতে করেও সেই দাগ পরিষ্কার হয় না। এক্ষেত্রে নরম কাপড়ে টুথপেস্ট লাগিয়ে দাগের উপর ঘষলে সেই দাগ দ্রুত উঠে যায়।

# বোতল থেকে টক টক গন্ধ বেরুলে বোতলের মধ্যে একটু টুথপেস্ট নিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করলে গন্ধ চলে যাবে।

# পিয়ানো, হারমোনিয়ামের চাবি খুব সেনসেটিভ। এগুলো পরিষ্কার করার সময় অনেক সতর্কতা অবলম্বন করুন। ব্রাশের উপর টুথপেস্ট দিয়ে আলতো করে চাবিগুলির উপর ঘষে এরপর নরম কাপড় দিয়ে মুছে নিন। চাবি পরিষ্কার হয়ে যাবে।

# বাচ্চারা পেনসিল বা চক পেলেই সেটা দিয়ে দেওয়ালে আঁকআঁকি করে। তবে এই দাগ সহজে ওঠে না। কিন্তু টুথপেস্ট এই দাগ সহজেই তুলে দিতে পারে। দাগের উপর টুথপেস্ট লাগিয়ে স্থানটি ব্রাশ দিয়ে ঘষলে দাগ চলে যাবে।

# স্নিকার সাদা করার কাজে টুথপেস্টের কার্যকারিতার কোন জুড়ি নেই। স্নিকার্স যদি অপরিষ্কার হয়ে যায় তবে টুথপেস্ট দিয়ে পরিষ্কার করুন। ঝকঝকে ভাব ফিরে আসবে।

# রোজকার চা বা কফির কাপে দাগ পড়ে যায়। বিশেষ করে লিকার চা বা ব্ল্যাক কফির ক্ষেত্রে এই দাগ বেশি পড়ে। এক্ষেত্রে টুথপেস্ট দিয়ে কাপ পরিষ্কার করুন।

# অনেকদিন হয়ে গেলে হীরের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কার্যকরী ভূমিকা পালন করে টুথপেস্ট। পেস্ট দিয়ে হীরেটি পরিষ্কার করুন। ঔজ্জ্বলতা ফিরে আসবে।

# ইস্ত্রি পরিষ্কার করতেও টুথপেস্ট ব্যবহার করতে পারেন। নরম কাপড়ে টুথপেস্ট লাগিয়ে মুছে নিন। ইস্ত্রি পরিষ্কার হয়ে যাবে। একই কথা খাটে আয়নার ক্ষেত্রেও। টুথপেস্টের সাহায্যে আয়নাও ভাল পরিষ্কার হয়।

# রান্নাঘর ও বাথরুমের বেসিন ও টাইলস পরিষ্কার করার ক্ষেত্রেও টুথপেস্টের খুব ভালো কাজ করে। ঘরের আসবাবে যদি জলের দাগ থেকে যায়, তাহলে তাও টুথপেস্টের সাহায্য পরিষ্কার করা যায়।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন