রাজধানীর বাজারগুলোতে একের পর এক বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। তাই দামের চাপে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের অস্বস্তি।
মাত্র কয়েকদিন আগেই পেঁয়াজের দাম আবারও শতক অতিক্রম করেছে। এবার পেঁয়াজের পথে হাঁটছে আলুর দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে আলুর দাম বেড়েছে আট টাকা পর্যন্ত।
গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও, শান্তিনগর, সেগুনবাগিচা অঞ্চলের বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গোল আলুর কেজি বিক্রি হচ্ছে ২৫-২৮ টাকা, যা এক সপ্তাহ আগেও ছিল ১৮-২০ টাকা। অর্থাৎ বাজার ভেদে সপ্তাহের ব্যবধানে গোল আলুর দাম কেজিতে বেড়েছে ৭-৮ টাকা।
আলুর দাম বাড়ার বিষয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ী জহির বলেন, মূলত আলুর মজুদ শেষ হয়ে আসায় সরবরাহ কমে যাচ্ছে। এ কারণে আলুর দাম কিছুটা বেড়েছে। তবে শিগগিই বাজারে নতুন আলু আসবে। আর তখন আবারও দাম কমবে।
আনন্দবাজার/খলিফা