গত আগস্ট মাসে লেবাননে রাজধানী বৈরুত বিস্ফোরণ ঘিরে গভীর সঙ্কটে নিমজ্জিত হওয়া দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন সুন্নিপন্থী রাজনীতিক সাদ আল-হারিরি। আজ বৃহস্পতিবার লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আওন সাবেক এই প্রধানমন্ত্রীকে সরকার গঠনের জন্য মনোনয়ন দেন। খবর : রয়টার্স।
প্রেসিডেন্ট মাইকেল আওনের সাথে বৈঠকে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন জিতেছেন চতুর্থবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া হারিরি। তবে লেবাননের ক্ষমতা ভাগাভাগির রাজনীতিতে বেশ কিছু বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে হারিরিকে।
দেশটিতে বর্তমানে ব্যাংকিং-মুদ্রা খাতের সঙ্কট, রাষ্ট্রীয় ঋণ ও দারিদ্রতা বৃদ্ধির মতো কঠিন চ্যালেঞ্জ আছে। একই সঙ্গে নতুন সরকারকে করোনাভাইরাস মহামারির পাশাপাশি গত আগস্টে বৈরুতের বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া অর্থনীতির চাকা সচল করার লড়াই নামতে হবে।
লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল আমল পার্টি, দ্রুজ পার্টি, রাজনীতিক ওয়ালিদ জাম্বলাতের পার্টিসহ ছোট ছোট কিছু দল সাদ হারিরিকে সমর্থন দিয়েছে।
তবে দেশটির প্রভাবশালী শিয়াপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ বলছে, প্রধানমন্ত্রী পদের জন্য তারা এখন পর্যন্ত কাউকে মনোনয়ন দেয়নি।
আনন্দবাজার/এম.কে