মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে গুম অপহরণের পরিকল্পনার পর এবার ডেমোক্র্যাট ভোটারদের বাড়িতে বাড়িতে হুমকি দিয়ে চিঠি দিচ্ছে ট্রাম্প সমর্থক বলে পরিচিত ”প্রাউড বয়েস” নামে একটি সশস্ত্র গোষ্ঠী। অন্যদিকে সংঘবদ্ধ “এন্টিফা” দল বিভিন্ন চার্চ ও রিপাবলিকানদের বাসাবাড়িতে গেয়ে ভাঙচুর করছে বলে অভিযোগ উঠেছে । এদিকে বৃহস্পতিবার চূড়ান্ত বিতর্কে অংশ নেওয়ার পূর্বেই একে আবারও ‘বিতর্কিত’ ও ‘নিরপেক্ষ নয়’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার জো বাইডেনের তেমন কোনো উল্লেখযোগ্য কর্মসূচি না থাকার পরেও তার হয়ে সরাসরি মাঠে প্রচারণায় নেমে ট্রাম্পের নীতিকে ব্যর্থ আখ্যা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
নির্বাচন ঘিরে এক মিনিটও সময় নষ্ট করতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিনে একাধিকবার বক্তব্য দিয়েছেন তিনি। জয় করার চেষ্টা করছেন ভোটারদের মন। বুধবার ২১ অক্টোবর নর্থ ক্যারোলাইনায় সমাবেশে বাইডেনকে “ঘুমন্ত” আখ্যা দিয়ে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেন, ডেমোক্র্যাট এই নেতা জিতলে যুক্তরাষ্ট্র বামপন্থায় ভরে যাবে।
আনন্দবাজার/এফআইবি