আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবান যোদ্ধাদের হামলায় ৩৪ জন আফগানী সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরও আটজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
গতকাল রাতে দেশটির দক্ষিণাঞ্চলের তাখার প্রদেশের বাহারাখ জেলায় তালেবানের বিরুদ্ধে আফগানী নিরাপত্তা বাহিনীর অপারেশন পরিচালনা কারার সময় এই হামলার ঘটনা ঘটে। তবে এ হামলার বিষয়ে তালেবানের পক্ষ থেকে এখনো কোনও মন্তব্য দেয়া হয়নি।
গেল কয়েক বছর ধরে এই প্রদেশের ১৬টি জেলার ১১টি তালেবানের দখলে। তাখারের প্রাদেশিক স্বাস্থ্য পরিচালক আব্দুল কাইয়ুম জনান, নিহতের মধ্যে তাখার প্রদেশের ডেপুটি পুলিশ প্রধানও রয়েছেন।
এদিকে দেশটির স্থানীয় রাজনৈতিক নেতারা বলছেন, এ হামলা কমপক্ষে ৪২ জন আফগানী সেনা মারা গেছেন। তাখার প্রদেশের গভর্নরের মুখপাত্র জাওয়াদ হেজরি বলেছেন, এই সংঘর্ষ এখনো চলছে। এ সংঘর্ষে তালেবানেরও ক্ষয়ক্ষতি হয়েছে।
আনন্দবাজার/এম.কে