সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে। সম্প্রতি তার একটি সাদা গাউন পরা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাহলে কি তিনি বিয়ে করছেন?
না, তিনি আসলে বিয়ে করছেন না। আসলে শ্যুটিংয়ের জন্যই এমন সাজ এই অভিনেত্রীর। তবে বিয়ে কবে করছেন এমন প্রশ্নের জবাবে স্পষ্টভাবে কিছুই জানাননি অঙ্কিতা।
চলতি বছরের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে খবরের শিরোনামে উঠে আসতে শুরু করেন অঙ্কিতা। প্রায় ৬ বছর সুশান্তের সঙ্গে লিভ ইন রিলেশনে ছিলেন অঙ্কিতা। সুশান্তের সাথে বিচ্ছেদের পর নিজেকে সামলে নিয়ে বিকি জৈনের সাথে সম্পর্কে জড়ান এই অভিনেত্রী। জানা গেছে, খুব শিঘ্রই বিয়ে করবেন তারা। অঙ্কিতা যখন বিকির সাথে নিজের জীবন গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে ওঠেন, সেই সময়ই সুশান্তের মৃত্যুর খবরে ফের ভেঙে পড়েন তিনি।
তাছাড়া সুশান্তের মতো প্রাণচ্ছ্বল মানুষ কখনো আত্মহত্যা করতে পারেন না বলে জোর গলায় দাবি করেন অঙ্কিতা। যার কারণে রিয়া চক্রবর্তীর কটাক্ষের মুখে পড়েন তিনি। অঙ্কিতা কেন সুশান্তকে ”বিধবার” মতো ব্যবহার করছেন বলে প্রশ্ন তোলেন রিয়া।
শুধু তাই নয়, মাদক মামলায় জামিন পেয়ে বাইরে বেরনোর পর অঙ্কিতার বিরুদ্ধে রিয়া মানহানির মামলা করতে পারেন বলেও খবর পাওয়া গেছে। যদিও ব্যাপারে কোনো রকম পাল্টা জবাব দেয়নি সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী।
আনন্দবাজার/এফআইবি