ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আটক করা চীনা সেনাকে ফেরত দিয়েছে ভারত

গত সোমবার লাদাখের চুমার-ডেমচক এলাকা থেকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সেনাকে আটক করে ভারতীয় সেনারা। এবার প্রতিশ্রুতি মোতাবেক আটক হওয়া ওই সেনাকে ফেরত দিয়েছে ভারত।

সোমবার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছিল, ভারতীয় সীমানায় ঢুকে পড়া ওই চীনা সেনার নাম ওয়াং ইয়া লং। তার কাছে বেশকিছু সামরিক নথি পাওয়া গেছে বলে দাবি করে ভারতীয় বাহিনী। তবে খুব সম্ভবত অনিচ্ছাকৃতভাবেই ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন তিনি।

ভারতীয় সেনাবাহিনী আরও জানায়, সোমবার তাকে আটক করার পর পিএলএ’র ওই সেনাকে অক্সিজেন, খাবার এবং গরম পোশাক দেওয়া হয়েছে। এমনকি তার চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

ভারত জানিয়েছে, প্রোটোকল মেনে চুশূল-মোল্ডো পয়েন্টে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) আটক সেনাকে চীনের হাতে তুলে দেওয়া হবে। আর সেই মোতাবেক গতকাল মঙ্গলবার রাতেই আটক হওয়া চীনা সেনাকে ফিরিয়ে দিয়েছে ভারত।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন