ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চীনা ব্যাংকে ট্রাম্পের অ্যাকাউন্ট আছে

ট্রাম্প চীনে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।
ওই অ্যাকাউন্টটি পরিচালনা করে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলস ম্যানেজমেন্ট। এমনকি অ্যাকাউন্টটি থেকে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত স্থানীয় করও প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে ট্রাম্পের একজন মুখপাত্র বলেন, এশিয়ায় হোটেল ব্যবসার সম্ভাব্যতা যাছাইয়ে ওই অ্যাকাউন্ট খোলা হয়েছিল। চীনে যেসব মার্কিন প্রতিষ্ঠান ব্যবসা করছে তাদের লক্ষ্য করে ব্যাপক সমালোচনা করেছেন ট্রাম্প। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধও শুরু হয়েছে।

নিউইয়র্ক টাইমস জানায়, ট্রাম্পের ট্যাক্স রেকর্ড থেকে ওই অ্যাকাউন্টের ব্যাপারে জানতে পেরেছে তারা। ওই রেকর্ডে ট্রাম্পের ব্যক্তিগত এবং কোম্পানির আর্থিক অবস্থার বিস্তারিত রয়েছে।

এর আগে তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, ২০১৬ ও ২০১৭ সালে ১৫০০ ডলার ট্যাক্স দিয়েছিলেন ট্রাম্প।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন