হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে বেশ কয়েকটি নতুন ফিচার। এর অন্যতম হচ্ছে ‘এনিমেটেড স্টিকার প্যাক’। অ্যানড্রয়েড অ্যাপেই শুধু নয়, আইওএস অ্যাপেও পাওয়া যাবে এই ফিচারটি। ৩.৪ মেগাবাইট আকারের নতুন ফিচারটির নাম ‘বেবি শার্ক অ্যান্ড সার্চ’।
স্টিকার প্যাক ছাড়াও থাকবে ‘স্টিকার সার্চ’ নামের আরও একটি ফিচার যোগ হচ্ছে হোয়াটসঅ্যাপে। ব্যবহারকারীরা এর সহায়তায় পছন্দমতো স্টিকার বেছে নিতে পারবেন। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে কোনো কোনো ব্যবহারকারীর কাছে এই স্টিকার বেছে নেওয়ার অপশনও দিয়েছে হোয়াটসঅ্যাপ।
এ ছাড়া ‘ইন-অ্যাপ সাপোর্ট’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের অফিশিয়াল সাপোর্ট টিমের সাথে চ্যাটের মাধ্যমে খু সহজেই যোগাযোগ করতে পারবেন।
আনন্দবাজার/এইচ এস কে