ঢাকা | সোমবার
১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বখাটের আঙুল মটকে দিলেন তাপসী

খারাপ ব্যবহার করার কারণে এক বখাটের আঙুল মটকে দিলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। তবে এ ঘটনা কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তবেই এমনটা হয়েছে। আর সেই ঘটনা তাপসী বলেন কারিনা কাপুর খানের রেডিও টক শো ‘ওয়াট উইমেন ওয়ান্ট’-এ।

তাপসী জানান, ‘গুরুপরবের সময় আমরা গুরুদ্বারে যেতাম। তার ঠিক পাশের একটি খাবার স্টলে বাইরে থেকে আসা দর্শনার্থীদের খাবার দেওয়া হতো। সেখানে এতটাই ভিড় থাকত যে ধাক্কাধাক্কি হতো। এর পূর্বেও সেখানে আমার অদ্ভুত কয়েকটি অভিজ্ঞতা হয়েছিল। আমি জানতাম সেখানে গেলে খারাপ কিছু একটা হতে পারে। সেভাবেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত রেখেছিলাম। আচমকা এক ব্যক্তি আমাকে পেছন দিক থেকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করে। আমি বুঝলাম আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তৎক্ষণাৎ আমি ওই ব্যক্তির আঙুল ধরে তা মচকে দিই এবং খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে আসি।’

একইভাবে অভিনেত্রী পায়েল ঘোষ পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ আনার পর বন্ধু অনুরাগের পাশে ছিলেন তিনি। বন্ধুর কঠিন সময়ে তার সাথে ছবি শেয়ার করে জানিয়েছিলেন অনুরাগই তার দেখা সব চেয়ে বড় একজন নারীবাদী মানুষ।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন