ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভিসা ছাড়াই ভ্রমণ করবে ইসরায়েল-আমিরাত

ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরা ভিসা ছাড়াই নিজেদের মধ্যে ভ্রমণ করতে পারবে। আজ মঙ্গলবার আমিরাত সরকারের সঙ্গে আলোচনার পর দু’দেশ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর : গালফ।

নেতানিয়াহু বলেছেন, আমরা আমাদের নাগরিকদের ভিসা জটিলতা থেকে অব্যাহতি দিয়েছি। গত মাসে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর আজ প্রথমবারের মতো ইসরায়েলে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসেছে সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি দল।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আজকে আমাদের মধ্যে স্বাক্ষর হওয়া চারটি চুক্তি পারস্পরিক অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং বিমান চলাচলে পরিবর্তন ঘটাবে।

তিনি বলেন, ভিসা ছাড়াই উভয় দেশের নাগরিকগণ সীমানা পেরিয়ে ভ্রমণ করতে পারবে। গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আমিরাত ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে চুক্তি স্বাক্ষর হয়।

আন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন