ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চা রফতানি কমেছে শ্রীলঙ্কায়

বিশ্বের চতুর্থ শীর্ষ চা উৎপাদনকারী দেশ শ্রীলংকা। চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) বেশি মূল্যের চা রফতানি করেছে দেশটি। যার মূল্য স্থানীয় মুদ্রায় ১৭ হাজার কোটি রুপি।

তবে গত বছরের একই সময়ের তুলনায় দেশটির আয় উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছে। গত বছরের চেয়ে এবার সর্বমোট ১ হাজার ২০০ কোটি শ্রীলঙ্কান রুপির কম চা রফতানি হয়েছে দেশটির।

বৈশ্বিক চা রফতানিকারকদের তালিকায় দেশটি তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে। চায়ের বৈশ্বিক রফতানি বাণিজ্যের ১১ দশমিক ৩ শতাংশ শ্রীলঙ্কা এককভাবে জোগান দেয়। তবে চলতি বছর দেশটিতে চা উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছে। উৎপাদনের পাশাপাশি রফতানিও কমতির দিকে রয়েছে। বিশেষ করে সেপ্টেম্বরে দেশটির চায়ের রফতানি রেকর্ড পরিমাণে কমেছে।

শ্রীলঙ্কা চা বোর্ডের পরিসংখ্যান তথ্যানুযায়ী, সেপ্টেম্বরে দেশটি থেকে ১৫ লাখ কেজি চা কম রফতানি হয়েছে। এ সময় দেশটি থেকে মোট ২ কোটি ৪১ লাখ কেজি চা রফতানি হয়েছে। যদিও এ মাসে চা রফতানি করে দেশটির আয় গত বছরের একই সময়ের তুলনায় ৯০ কোটি রুপি বেড়ে ২ হাজার ১৯০ কোটি রুপিতে দাঁড়িয়েছে।

শ্রীলঙ্কা চা বোর্ডের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে সর্বমোট ১৯ কোটি ৮২ লাখ কেজি সিলন চা রফতানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ কোটি ২৮ লাখ কেজি কম।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন