ঢাকা | বৃহস্পতিবার
১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সোনার মজুদ বাড়াচ্ছে ভারতীয় ব্যবসায়ীরা

ভারতীয় ব্যবসায়ীরা আসন্ন দুর্গা পূজার বিজয়া দশমী উৎসব সামনে রেখে সোনার মজুদ বাড়িয়েছেন। অন্যদিকে শীর্ষ ভোক্তা দেশ চীনে ‘গোল্ডেন উইক’ সোনার বাজারে তেমন বড় প্রভাব ফেলতে পারেনি। ফলে এটাও বাড়তি সুবিধা দিয়েছে ভারতীয় ব্যবসায়ীদের।

ভারতে অক্টোবরের বিজয়া দশমী ও দিওয়ালি এবং নভেম্বরের ধনতেরাসের মতো উৎসবে সোনার চাহিদা বেশি থাকে। কেননা এটিকে উৎসবের অবিচ্ছেদ্য একটি অংশ মনে করা হয়।

মুম্বাইয়ের সোনা ব্যবসায়ী রিদ্ধিসিদ্ধি বুলিয়ানসের পরিচালক মুকেশ কোঠারি মনে করেন, উৎসবের সময় খুচরা বিক্রি বাড়বে। এ আশায় ব্যবসায়ীদের দিক থেকে সোনা মজুদের চাহিদা ধীরে ধীরে বাড়ছে।

এদিকে স্থানীয় সরকারি দামের ওপর আউন্সপ্রতি ১ ডলার প্রিমিয়াম ধার্য করেছেন ব্যবসায়ীরা। এর সঙ্গে অন্তর্ভুক্ত থাকছে ১২ দশমিক ৫ শতাংশ আমদানি কর ও ৩ শতাংশ বিক্রয় কর, যেখানে গত সপ্তাহে প্রিমিয়াম ছিল ২ ডলার।

এমএসকের চীনের আঞ্চলিক পরিচালক বার্নার্ড সিন বলেন, সরবরাহ করার মতো পর্যাপ্ত সোনা তাদের আছে এবং এ মুহূর্তে সেখানে এ নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। তবে চাইনিজ নতুন বছর সামনে রেখে আবার সেখানে সোনার চাহিদা কিংবা দাম বাড়তে পারে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন