মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ করোনাভাইরাস বিশেষজ্ঞ ও অন্যতম সম্মানিত বিজ্ঞানী অ্যান্থনি ফাউসিকে ‘বিপর্যয়’ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল সোমবার লাস ভেগাস থেকে নির্বাচনী প্রচারণা কর্মীদের সঙ্গে ফোনে কথা বলার সময় এমন মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্প ও ফাউসি দ’জনই হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্ক ফোর্সের সদস্য। তবে করোনা মহামারী সবচেয়ে ভালোভাবে সামাল দেওয়ার পদ্ধতি নিয়ে মতবিরোধ চলছে তাদের মধ্যে।
রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রেসিডেন্টেদের অধীনে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ফাউসি সবসময় করোনাভাইরাসকে গুরুত্ব সহকারে নেওয়ার কথা বলে আসছেন। তবে অন্যদিকে ট্রাম্পের দাবি, মহামারীর সবচেয়ে খারাপ সময় পার হয়ে গেছে।
ট্রাম্প বলেন, ফাউসি একটি বিপর্যয়। যদি আমি তার কথা শুনতাম আমাদের ৫ লাখের মৃত্যু হতো।
গত রবিবার সিবিএসে ‘সিক্সটি মিনিটস্’ অনুষ্ঠানে ফাউসি বলেছিলেন, ট্রাম্প করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় বিস্মিত হননি তিনি।
লাস ভেগাস থেকে কথা বলার সময় ট্রাম্প বলেন, টেলিভিশন সাক্ষাৎকারের সময় ফাউসি বোমা মেরেছেন কিন্তু তাকে বরখাস্ত করা হলে তা আরও বড় বোমা হয়ে উঠবে।
তিনি আরও বলেন, লোকজন বলছে যে, যাই হোক, আমাদের আমাদের মতো থাকতে দিন। তারা এতে ক্লান্ত হয়ে পড়েছে। লোকজন ফাউসি ও এই সব নির্বোধদের কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছে।
আনন্দবাজার/টি এস পি