জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০০ কোটি ঘনফুট গ্যাস। তাই ওই গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করতে ১০৮টি গ্যাস কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। সেই সাথে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (২০১৮ সালের সর্বশেষ সংশোধনসহ)’ অধীনে রূপকল্প-৯ : ২ডি সাইসমিক প্রকল্প বাস্তবায়ন করতে সাতটি লটে বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগ দেওয়া হবে।
জানা গেছে, এ জন্য সরকারের মোট খরচ হবে ১৩ কোটি ৭৫ লাখ টাকা। তবে ওই বিশেষ উদ্যোগের ১০টি প্রকল্পের মধ্যে রূপকল্প-৯ : ২ডি সাইসমিক প্রকল্পও (২ডি সাইসমিক সার্ভে ওভার ব্লক ৮ ও ১১) অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য একটি ‘প্রকল্প প্রক্রিয়াকরণ’ কমিটি গঠন করা হয়েছে। সেই সাথে ওই কমিটিকে সহযোগিতা দেওয়ার জন্য একটি করিগরি উপকমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে জ্বালানি মন্ত্রণালয় থেকে জানানো হয়, দরপত্র আহ্বানের মাধ্যমে পরার্শক প্রতিষ্ঠান নিয়োগ করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। তাই প্রকল্পটির গুরুত্বের কথা বিবেচনা করে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (২০১৮ সালের সর্বেশেষ সংশোধনসহ)’ অধীনে সরাসরি ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে খুব দ্রুত সময়ের মধ্যে সংক্রান্ত সকল চুক্তি সম্পাদন করা হবে।
দেশে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ দ্রুত বৃদ্ধি করতে ‘রূপকল্প- ৯ : ২ডি সাইসমিক প্রকল্প’ বাস্তবায়নে আন্তর্জাাতিক পরামর্শক/বিশেষজ্ঞ নিয়োগ দিচ্ছে সরকার। সেই সাথে ওই প্রকল্পের সাতটি লটের কাজে সাতটি পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হবে। এতে মোট খরচ হবে ১৩ কোটি ৭৫ লাখ টাকা।
আনন্দবাজার/এইচ এস কে