ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বেতনে সংসার না চলায় প্রধানমন্ত্রিত্ব ছাড়তে চান বরিস জনসন!

বেতন কমের কারণে সংসার চালাতে হিমশিম খাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কাজেই চাকরি থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি ঘনিষ্ঠমহলে এমনই নাকি বলেছেন জনসন। এ খবর জানিয়েছে মেট্রো ইউকে ও টাইমস নাউ নিউজ।

বরিস জনসনের বর্তমান মাসিক বেতন এক লক্ষ ৫০ হাজার ৪০২ পাউন্ড। এর আগে বিভিন্ন গণমাধ্যমে তিনি জানান, সপ্তাহে ২৩ হাজার ইউরো উপার্জন করতেন। এছাড়া মাসে দু’টি সেমিনারে বক্তৃতা দিয়ে তিনি আয় করতেন ১ লাখ ৬০ হাজার পাউন্ডের কাছাকাছি। কিন্তু দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর উপার্জন তুলনামূলক কমে গিয়েছে।

বরিসের ছয় সন্তান। তাঁরা প্রত্যেকেই এখন প্রাপ্তবয়স্ক। ফলে বাবা হিসাবে তাঁদের আর্থিক সহায়তা করতে হয় তাঁকে। এছাড়া প্রথম পক্ষের স্ত্রীকেও খোরপোশ দিতে হয়। ফলে এত কম মাইনেতে তাঁর আর জীবন চলছে না।

তবে এখনই নয়, ব্রেক্সিট সম্পর্কিত সমস্ত সমস্যার সমাধান এবং করোনা পরিস্থিতি দূর হলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জনসন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন