মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে অপহরণ করা হয়েছে অং সান সুচির নেতৃত্বাধীন দলের তিন প্রার্থীকে। রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অপহরণের এই দায় স্বীকার করে নিয়েছে। ছাত্র বিক্ষোভের সময় আটককৃতদের মুক্তি দিলে তারা ঐ তিন প্রার্থীকে ছেড়ে দেবে বলে জানিয়েছে আরাকান আর্মি।
মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির পক্ষ থেকে জানানো হয়, আগামী ৮ নভেম্বরের নির্বাচন উপলক্ষ্যে প্রচারণা চালানোর সময় মিন অং, নি নি মে মিন্ট এবং চিট চিট চ নামের তিন প্রার্থীকে গত সপ্তাহে অপহরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে অনলাইনের প্রকাশিত একটি বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি অনুযায়ী তিন প্রার্থীকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আটক রাখা হবে ।
মিয়ানমারের ক্ষমতাসীন দল এনএলডি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিয়ো নুয়ান্ট বলেন, তারা যদি এই ভাবে দাবি তুলতে থাকে তাহলে তা মেনে নেওয়া আমাদের জন্য কঠিন হবে।
আনন্দবাজার/টি এস পি