শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে সূচকের উর্ধ্বমুখীতায় চলছে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তৃতীয় কার্যদিবসে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সূচকের উর্ধ্বমুখীতায় চলছে লেনদেন।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে। এ দিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেন হয়েছে ১৬০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

শেয়ারবাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স গত দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে চার হাজার ৯৪০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১১৯ ও ১৭০১ পয়েন্টে রয়েছে।

এইসময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে মূল্য বেড়েছে ২১৯টির, কমেছে ৩৩টির ও অপরিবর্তিত রয়েছে ৬৭টি কম্পানির শেয়ার।

অপরদিকে, সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৫১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৩ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এই সময়ের মধ্যে সিএসইতে লেনদেন হয়েছে তিন কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কম্পানিগুলোর মূল্য বেড়েছে ৪৩টি কম্পানির , কমেছে ৯টি কম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কম্পানির শেয়ারের মূল্য ।

আনন্দবাজার/এইচ এস কে

আরও পড়ুনঃ  দ্রব্যমূল্য বৃদ্ধিতে পররাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ

সংবাদটি শেয়ার করুন