ঢাকা | শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাসওয়ার্ড নয়, মুখ দেখেই টাকা দেবে ব্যাংক!

পাসওয়ার্ড মনে রাখা অনেকের কাছেই বেশ ঝামেলার কাজ। তবে পাসওয়ার্ড মনে রাখার দিন প্রায় শেষের পথে। কারণ এখন থেকে মুখাবয়ব স্ক্যান করলেই পাসওয়ার্ডের কাজ সারা যাবে। আর এতেই হয়ে যাবে সকল লেনদেন। প্রবেশ করা যাবে বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টেও। ২০২১ সাল থেকে সিঙ্গাপুরে সরকারি ভাবে চালু হচ্ছে এই ‘ফেশিয়াল ভেরিফিকেশন সিস্টেম’।

কীভাবে ব্যবহার করতে হবে এই পদ্ধতি? জানা যায় প্রথমে ব্যক্তির মুখমণ্ডলের একাধিক ছবি তোলা হবে। এর পর তার সম্পর্কে সরকারের কাছে থাকা অন্যান্য তথ্য যেমন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট কিংবা এমপ্লয়মেন্ট কার্ডের সাথে তা যুক্ত করা হবে।

জাতীয় আইডি স্কিমে এ পদ্ধতি যুক্তের পদক্ষেপে সিঙ্গাপুরই বিশ্বের প্রথম। সময়ের সাথে প্রযুক্তির ব্যবহারের দিক থেকে আরও উন্নত হতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু সরকারি ভাবে এ পদ্ধতি ব্যবহার করলে নিরাপত্তার ক্ষেত্রে ফাঁক তৈরি হতে পারে বলে এমন দাবিও তুলেছেন অনেকে।

বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তা পর্যবেক্ষণ কিংবা অ্যাপ বা গুগলের মতো সংস্থার বিভিন্ন পরিষেবায় এই ফেশিয়াল ভেরিফিকেশন প্রযুক্তির ব্যবহার ইতোমধ্যেই বেশ প্রচলিত। তবে ফোন খোলা বা টাকা লেনদেনের ক্ষেত্রে এই সিস্টেমের ব্যবহার ও জাতীয় নিরাপত্তার সাথে এর যোগ তৈরি করার মধ্যে বিস্তর ফারাক বলেই মত বিশেষজ্ঞদের একাংশের।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন