ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৯ মাসে গ্রামীণফোনের আয় ১০৪৮০ কোটি টাকা

বছরের প্রথম নয় মাসে গ্রামীণফোনের আয় হয়েছে ১০ হাজার ৪৮০ কোটি টাকা। এর মধ্যে তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসেই দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানটির আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৫৫৬ কোটি টাকা। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২৫ শতাংশ মার্জিন নিয়ে তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির কর পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৮৯০ কোটি টাকা। শেয়ার প্রতি মূল্য (ইপিএস) ৬ দশমিক ৫৯ টাকা। নয় মাস শেষে গ্রামীণফোনের মোট গ্রাহক সংখ্যা ৭ কোটি ৭৬ লাখ; যার মধ্যে ৫৪ দশমিক ১ শতাংশ বা ৪ কোটি ২০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, কভিড-১৯ এর প্রথম মাসগুলোর তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক কর্মকান্ড ধীরে ধীরে শুরু হওয়ার বছরের তৃতীয় প্রান্তিকে গ্রামীণফোন ব্যবসায়িকভাবে ফিরে আসতে শুরু করেছে। তবে এই প্রান্তিকে বিরূপ আবহাওয়া আমাদের ব্যবসায়িক কর্মকান্ডে প্রভাব ফেলেছে।

মানুষের কাছে ফোরজি সেবা পৌঁছে দিতে তৃতীয় প্রান্তিকে আমাদের ফোরজি’র নেটওয়ার্ক সম্প্রসারণ উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। শক্তিশালী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা এ সময়ে গ্রাহকদের ফোরজিতে রূপান্তর করার উপর গুরুত্ব দিয়েছি। আগের প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে ৪ দশমিক ১ শতাংশ বেশি গ্রাহক আমাদের নেটওয়ার্কের আওতায় এসেছেন।

নিয়ন্ত্রক সংস্থা প্রস্তাবিত টাওয়ার গাইডলাইনের অনুমোদন প্রতিষ্ঠানটির নতুন নেটওয়ার্ক সাইট স্থাপনে সহায়তা করবে বলে জানান ইয়াসির আজমান। একই সাথে দেশব্যাপী গ্রাহকদের প্রযুক্তি ব্যবহারে আরও ভালো অভিজ্ঞতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন