প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ ফিজির রাজধানী সুভার গ্রান্ড প্যাসিফিক হোটেলে তাইওয়ানের জাতীয় দিবস উপলক্ষে একটি সংবর্ধনার অনুষ্ঠান আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে চীনা কূটনীতিকদের সঙ্গে তাইওয়ানি কূটনীতিকদের হাতাহাতি ও মারামারি হয়েছে। এ ঘটনায় একজন তাইওয়ানি কূটনীতিক আহত হয়েছেন।
আজ সোমবার (১৯ অক্টোবর) তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ৮ অক্টোবর সন্ধ্যায় তাইওয়ানের জাতীয় দিবস উপলক্ষে ফিজিতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে করে তাইওয়ানের প্রতিনিধির দফতর। এতে কারা উপস্থিতি হয়েছেন সে বিষয়ে তথ্য সংগ্রহ ও ছবি তোলার জন্য চীনের দুই কূটনীতিক জোর করে অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করে।
এরপর তাইওয়ানি কূটনীতিকরা তাদের বাধা দেয়। আর এতে করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, মারামারি শুরু হয়ে যায়। পরে মাথায় আঘাত পান তাইওয়ানি কূটনীতিক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক বিভাগের প্রধান ল্যারি সেং বলেন, চীনা ও তাইওয়ানি কূটনীতিকদের মধ্যে ওই মারামারির ঘটনায় উভয়পক্ষের লোকজনই আহত হয়েছে।
আনন্দবাজার/এম.কে