ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এনসিসি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চুক্তি

প্রবাসী বাংলাদেশিদের কষ্টে অর্জিত বৈদেশিক মুদ্রা নিরাপদ, দ্রুত ও সহজতম উপায়ে প্রাপকের হাতে পৌঁছে দেয়ার লক্ষ্যে এনসিসি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক।

এই চুক্তির ফলে এনআরবি কমার্শিয়াল ব্যাংক এনসিসি ব্যাংকের প্রতিনিধি হিসেবে সহযোগী এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সংগৃহীত রেমিট্যান্সের অর্থ প্রদান করবে।

সস্প্রতি এক অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) খন্দকার নাইমুল কবির এবং এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, এসইভিপি ও হেড অব অপারেশন্স মুহাম্মদ এইচ. কাফী, এসইভিপি ও সিএফও মোহাম্মদ মিজানুর রহমান, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এসইভিপি ও আন্তর্জাতিক বিভাগের প্রধান কবীর আহমেদ, ভিপি ও হেড অব ট্রেজারি (ব্যাংক অফিস) মো. আবু মোসাহিদসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন