ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লাদাখে চীনা সেনাকে আটক করল ভারতীয় বাহিনী

ভারত ও চীনের মধ্যকার প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) অতিক্রম দায়ে এক চীনা সেনাকে আটক করেছে ভারতীয় বাহিনী। আজ সোমবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

লাদাখ সীমান্তের দেমচক এলাকা থেকে ওয়াং ইয়া লং নামের ওই চীনা সেনা সদস্যকে আটক করার পর কয়েকটি সামরিক ও বেসামরিক নথি পাওয়া গেছে। নিয়ম মেনে প্রটোকল অনুযায়ী চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ওই সদস্যকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, লাদাখের পূর্বাঞ্চল দেমচকে প্রকৃত নিয়ন্ত্রণরেখার এলএসি অতিক্রম করে ঘোরাঘুরির কারার সময় তাকে আটক করা হয়। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে তাকে পিএলএ’র কাছে হস্তান্তর করা হবে। আটককৃত ওই সেনাকে প্রয়োজনীয় চিকিৎসা, খাবার ও শীতের পোশাক দেয়া হচ্ছে বলে জানায় ভারতীয় সেনাবাহিনী।

এদিকে, এক বিবৃতিতে পিএলএ’র নিকট নিখোঁজ সেনা সদস্যের তথ্যের জন্য অনুরোধ জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন