দেশের পণ্য রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আয় হয়েছে পণ্য রফতানি থেকে। চলতি অর্থবছরে (২০২০-২১) রফতানির লক্ষ্যমাত্রা ৪১ বিলিয়ন ধরা হলেও এ মাত্রা ছাড়িয়ে গেছে প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর)।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রফতানি আয় হয়েছে ৯ বিলিয়ন ৯০ কোটি ডলার, যা এই তিন মাসের কৌশলগত লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৪৫ শতাংশ বেশি। এছাড়া গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫৮ শতাংশ বেশি।
চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর, এই তিন মাসের পণ্য রফতানির আয় পর্যালোচনা করে এই তথ্য জানিয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। চলতি অর্থবছরে (২০২০-২১) রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪১ বিলিয়ন ডলার।
২০১৯-২০ অর্থবছরে ৩৩ বিলিয়ন ৬৭ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। এই পরিমাণ এর আগের অর্থবছরের চেয়ে ১৬ দশমিক ৯৩ শতাংশ কম হয়েছে বলে সংস্থাটি তাদের পর্যালোচনায় জানিয়েছে।
আনন্দবাজার/ইউএসএস