ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সুশান্তের সাবেক বান্ধবীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে রিয়া

কয়েক দিন আগেই জামিনে ছাড়া পেয়েছেন রিয়া চক্রবর্তী। বের হতে না হতেই সুশান্তের সাবেক বান্ধবী অঙ্কিতা লোখান্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন রিয়া।

এ তথ্য জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে।

ভারতীয় সংবাদমাধ্যম জানান, যারা তার সম্মানহানির চেষ্টা করেছেন, তাদের সকলের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়ার কথা কথা ভাবছেন রিয়া চক্রবর্তী। রিয়ার আইনজীবীও এমনটাই জানিয়েছিলেন ।

গত ৭ অক্টোবর মাদক মামলায় রিয়া চক্রবর্তীর জামিন মঞ্জুর করেছেন আদালত। কিন্তু এই সময় রিয়াকে নিয়মিত স্থানীয় থানায় হাজিরা দিতে বলেছেন ভারতের কোর্ট, এমনকি তার পাসপোর্টও জমা রাখার কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে তার বিচারের দাবিতে সরব হয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন