আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাতময় নাগার্নো কারাবাখে মানবিক যুদ্ধবিরতি চুক্তি করার মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই তা লঙ্ঘন করা হয়েছে। যদিও এ নিয়ে পরস্পরকে দুষছে প্রতিবেশী দেশ দুটি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, শনিবার রাতে রাশিয়ার মধ্যস্থায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে আজারবাইজান ও আর্মেনিয়া দু’দেশই চুক্তিতে স্বাক্ষর করেছিল।
এদিকে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তি হওয়ার মাত্র চার মিনিটের মধ্যেই আর্টিলারি শেল ও রকেট হামলা করে আজারবাইজান তা লঙ্ঘন করেছে।
অপরদিকে আজারবাইজান পাল্টা আর্মেনিয়াকে দায়ী করে বলেছে, আর্মেনিয়া মাত্র দুই মিনিটের ব্যবধানে যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে দিয়েছে।
গেল সপ্তাহের শেষের দিকে কয়েকটি বিষয়ে সম্মতি হওয়ার পর শনিবার দেশ দুটি যুদ্ধবিরতি চুক্তিটি স্বাক্ষরিত করে। তবে এরপরও সংঘাত বন্ধ হয়নি।
আনন্দবাজার/এম.কে