ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

অস্ত্র কেনা-বেচায় ইরানের কোনো বাধা নেই

অবশেষে ইরানের ওপর জাতিসংঘের দেয়া অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিভাবে উঠে গেছে। আজ রবিবার (১৮ অক্টোবর) বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক এক বিবৃতি প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ১৮ অক্টোবর থেকে ইরান কোনো আইনগত বাধা ছাড়াই বিশ্বের যেকোনো দেশের নিকট থেকে নিজের প্রয়োজনমতো অস্ত্র ও সামরিক সরঞ্জাম ক্রয় করতে পারবে এবং যেকোনো দেশের কাছে বিক্রি করতে পারবে।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের জন্য আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে আন্তর্জাতিক সমাজ ইরানের পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব রক্ষা করেছে। ইরানের ওপর থেকে স্বয়ংক্রিয় ও নিশ্চিতভাবে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন