কমবেশি সবার বাড়িতেই তেজপাতা থাকে। কারণ প্রায় অনেক রান্নাতেই তেজপাতার প্রয়োজন হয়। তবে তেজপাতার প্রচুর ঔষধি গুণও রয়েছে। এ কারণে মশলা হিসেবে ব্যাপক খ্যাতি রয়েছে তেজপাতার।
আসুন জেনে নিই তেজপাতার ঔষধি গুণগুলোর সম্পর্কে-
# গরম পানিতে তেজপাতার গুঁড়া মিশিয়ে খেলে হজমশক্তি অনেক হারে বৃদ্ধি পায়। পেট ফাঁপা, বুকজ্বালা, বদহজম এসব থেকেও মিলবে মুক্তি।
# বাতের ব্যথা থেকে মাইগ্রেনের ব্যথা কিংবা পায়ে চোট লেগে কোথাও ফুলে গেলে তেজপাতা দেওয়া তেল মালিশ করতে হবে। এতে ব্যথা অনেকটাই কমে যাবে। মাথাব্যথা, মাইগ্রেনের ব্যথাতেও খুব কার্যকরী ভূমিকা পালন করে তেজপাতার তেল।
# যদি কারোর বুকে কফ জমার মতো সমস্যা থাকে তখন তুলসী পাতা, তেজপাতা, মধু একসাথে গরম পানিতে দিয়ে খেলে খুব দ্রুত উপকার পাওয়া যায়।
# এছাড়া ব্রণের সমস্যা থাকলে তারা চন্দন এবং তেজপাতা একসাথে বেটে মুখে লাগাতে পারেন। ফলে দাগ, ছোপ থেকেও যেমন রেহাই পাবেন তেমন ত্বক থাকবে উজ্জ্বল ও সতেজ। এছাড়াও গায়ের দুর্গন্ধ দূর করতেও ব্যাপক সহায়তা করে তেজপাতা।
আনন্দবাজার/এইচ এস কে