ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

উঠা-নামা করছে সোনা-রুপা

করোনা মহামারির মধ্যে বেশ কিছু দিন ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম খুব উঠা-নামা করছে। গত এক মাসে প্রতি আউন্স সোনা (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) ৫৩ ডলার বেশি বেড়েছে। এরপর আবারও সোনা – রুপার দাম কিছুটা কমেছে।

গত সপ্তাহে স্বর্ণের দাম ১ দশমিক ৫৮ শতাংশ এবং রুপার দাম ৩ দশমিক ৭৮ শতাংশ কমেছে।

এর আগে ইউরোপে দ্বিতীয় ধাপে মহামারি করোনাভইরাসের প্রকোপ বাড়ায় বিশ্ববাজারে সোনা ও রুপার দাম বেড়ে যায়। গত সপ্তাহের আগের সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম বাড়ে ১ দশমিক ৫৯ শতাংশ। আর রুপার দাম বাড়ে ৫ শতাংশ।

বিশ্ববাজারে সোনার দাম বাড়ার কারণে গত সপ্তাহে দেশের বাজারেও দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৩৪১ টাকা। ২১ ক্যারেটের সোনা ৭৩ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬৪ হাজার ৪৪৪ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৪ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশে সোনার দাম বাড়ার পরই বিশ্ববাজারে দাম কমতে শুরু করে। সে সময় প্রতি আউন্স ১৯২৮ দশমিক ৮৫ ডলার নিয়ে সপ্তাহ শুরু করা সোনার দাম কমে ১৮৯৮ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম ২৯ দশমিক ৮৮ ডলার বা ১ দশমিক ৫৮ শতাংশ কমেছে। এর মধ্যে শেষ কার্যদিবস শুক্রবার কমেছে ৮ দশমকি ৮৫ ডলার বা দশমিক ৪৬ শতাংশ।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন