ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নিলামে চায়ের সরবরাহ কমেছে কনোড়ে

দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের পাহাড়ি জেলা কনোড়। জেলটি চা উৎপাদন ও বিপণনের জন্য খ্যাত। এ অঞ্চলের সবচেয়ে বড় চা নিলাম কেন্দ্র কনোড়ে অবস্থিত। সর্বশেষ সপ্তাহে নিলামে চায়ের সরবরাহ আগের সপ্তাহের তুলনায় কমেছে। 

কনোড় টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন (সিটিটিএ) আয়োজিত সর্বশেষ গত বৃহস্পতিবার ও শুক্রবারে সর্বমোট ৪২টি নিলাম অনুষ্ঠিত হয়। এতে চায়ের সরবরাহ ছিল মোট ২৬ লাখ ৪৫ হাজার, যা আগের সপ্তাহের তুলনায় ৭২ হাজার কেজি কম।

সিটিটিএ তথ্য বলছে, সর্বশেষ এ নিলামে সরবরাহ করা চায়ের মধ্যে ২৫ লাখ ২৬ হাজার কেজি চা ছিল সিটিসি ভ্যারাইটির। আর মাত্র ১ লাখ ১৯ হাজার কেজি চা ছিল অর্থোডক্স ভ্যারাইটির।

উল্লেখ্য, ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ চা উৎপাদনবারী দেশ। পণ্যটির রফতানি বাণিজ্যেও দেশটি প্রসিদ্ধ। কিন্তু করোনা মহামারিতে উৎপাদন কমে যাওয়ায় পণ্যটির সরবরাহ বেশ ওঠানামা করছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন