টানা দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডন। আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মহামারি করোনাভাইরাস মোকাবেলায় দক্ষ নেতৃত্ব জেসিন্ডার ভাবমূর্তি বাড়িয়েছে বলে জনমত সমীক্ষায় জানা গেছে। খবর : সিএনএ।
গত আগস্টে অকল্যান্ডে করোনার প্রকোপ বাড়ায় তার সমর্থন কিছুটা কমলেও নির্বাচনের দুইদিন সামনে রেখে সাম্প্রতিক জনমত জরিপে দেখা য়ায়, জেসিন্ডার দল লেবার পার্টি ৪৬ ভাগ ভোট পাবে। অপরদিকে ন্যাশনাল পার্টির ভোট ৩১ শতাংশ।
এবারের জাতীয় নির্বাচনে নিউজিল্যান্ডের মোট ১৭টি দল অংশ নিচ্ছে। তবে জনমত যাচাইয়ে সবচেয়ে এগিয়ে আছে জেসিন্ডা আর্ডনের দল- লেবার পার্টি।
আনন্দবাজার/এম.কে