ঢাকা | মঙ্গলবার
৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কাতারের ওপর থেকে অবরোধ তুলে নিতে পারে সৌদি

প্রতিবেশী দেশ কাতারের সঙ্গে তিন বছর ধরে চলা বিরোধের অবসান ঘটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ ইঙ্গিত দেন।

ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি আয়োজিত ভার্চুয়াল আলোচনায় প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, সুরক্ষাবিষয়ক উদ্বেগ নিরসনের লক্ষ্যে নিকট ভবিষ্যতেই যাতে একটা উপায় বের হয়ে আসে, তা খুঁজে দেখতে হবে।

তিনি বলেন, আমরা সমাধান খুঁজে পেতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কাতারি ভাইদের সঙ্গে থাকতে আগ্রহী। আশা করি, তারা আমাদের ইচ্ছার প্রতি সম্মান দেখাবে এবং সম্পর্ক স্বাভাবিকীকরণে এগিয়ে আসবে।

এদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বলেন, কূটনৈতিক সঙ্কট কাটাতে কাতার আলোচনায় বসতে রাজি। তবে বৈঠকে কাতারের সার্বভৌমত্বের প্রতি সমীহ দেখানোর বিষয়টার দিকে নজর রাখতে হবে।

উল্লেখ্য, ২০১৭ সালে কাতারের বিরুদ্ধে সন্ত্রাসে সহযোগিতার অভিযোগ এনে দেশটির বিরুদ্ধে সমুদ্র, স্থল ও বিমান অবরোধ আরোপ করে সৌদি আরব। এর সঙ্গে যোগ দেয় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরও। এতে করে বিচ্ছিন্ন হয়ে যায় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন