ঢাকা | বুধবার
৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

থাইল্যান্ডে জরুরি অবস্থা ভেঙে বিক্ষোভ

থাইল্যান্ডে জরুরি অবস্থা ভেঙে রাজ পথে নেমে এসেছে দেশটিরর হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে বিপুল সংখ্যায় রাজধানী ব্যাংককের রাস্তা দখল নেয় বিক্ষোভকারী।

গত তিন মাসের বিক্ষোভ বন্ধে প্রতিবাদের ওপর নিষেধাজ্ঞা এবং জরুরি অবস্থা সত্ত্বেও বিক্ষোভকারীদের দমিয়ে রাখাতে পারে নি থাই সরকার। গতকাল রাত ১০টার দিকে বিক্ষোভাকারীদের ছত্রভঙ্গ করে দেয় থাই পুলিশ।

তবে প্রতিদিন একই স্থানে বিক্ষোভের প্রতিশ্রুতি দিয়েছে বিক্ষোভকারীরা। এক্ষেত্রে আজ শুক্রবারও সমাবেশের পরিকল্পনা আছে বিক্ষোভকারীদের।

বিক্ষোভকারীদের নেতা পানুপং ‘মাইক রায়োং’ জাদনক বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, কুকুরের মতো শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাবো। আমরা পিছু হটবো না, পালিয়ে যাবো না।

উল্লেখ্য, থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ও প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার বিরুদ্ধে বিক্ষোভে সরব হয়েছে দেশটির সাধারণ নাগরিক। ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে প্রায়ুথ।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন