নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতের বিভিন্ন রাজ্যগুলোতে লকডাউন জারি করা হয়েছিল। আর এতে বিপাকে পড়েছেন তামিলনাডুর সাধারণ চা চাষীরা।
দক্ষিণ ভারতের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি তামিলনাড়ু রাজ্যের পাহাড়ি জেলা নীলগিরিতে চা উৎপাদন হয়ে থাকে। কিন্তু করোনাভাইরাসের কারণে স্বাভাবিক সময়ের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-সেপ্টেম্বর) পর্যন্ত জেলাটিতে চা উৎপাদন প্রায় ১৩ শতাংশ কমেছে।
সাধারণত সেপ্টেম্বরে নীলগিরিতে অনুকূল বৃষ্টিপাত চায়ের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করে। ফলে এ বছরও এ মাসে উৎপাদন আগের তুলনায় বেড়েছে।
তবে বছরের শুরুতে করোনার প্রভাব এবং মাঝামাঝি সময়ে ভারতে সংক্রমণের হার বৃদ্ধিতে প্রান্তিক উৎপাদনে বেশ বড় প্রভাব ফেলেছে। সব মিলিয়ে তিন প্রান্তিকে জেলাটির চা উৎপাদন কমেছে ১২ দশমিক ৬৮ শতাংশ।
আনন্দবাজার/ইউএসএস