ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হুথি ও সৌদি জোটের বন্দি বিনিময় শুরু

সৌদি জোট ও ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের মধ্যে বন্দি বিনিময় শুরু হয়েছে। আনসারুল্লাহ আন্দোলনের সরকার ও সৌদি জোটের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির অধীনে এক হাজারের বেশি বন্দি মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছে আনসারুল্লাহ আন্দোলনের একজন কর্মকর্তা।

এর আগে গত মাসে সুইজারল্যান্ডে জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির আওতায়ই এবার এই বন্দি বিনিময় হচ্ছে।

হুথি পরিচালিত বন্দি বিষয়ক কমিটির চেয়ারম্যান আবদুল কাদের আল-মুর্তাজা একটি টুইট বার্তায় জানিয়েছেন, বৃহস্পতিবার ও শুক্রবার এসব বন্দি বিনিময় হবে। দুই দিনে মোট এক হাজার ৮১ জন বন্দি মুক্তি পাবে। বন্দি বিনিময়ের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির এক মুখপাত্র জানান, সুষ্ঠুভাবে বন্দি বিনিময় সম্পন্ন করার জন্য তাদের সব টিম প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে। সবকিছু ঠিক থাকলে কয়েক ঘণ্টার মধ্যেই বন্দি বিনিময় শুরু হবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন